থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচি উপজেলার সম্প্রতিকালের বলিবাজারের অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ১৩ দোকান ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বান্দরবানের থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ। রবিবার সকালে ক্ষতিগ্রস্ত ১৩টি দোকানের মালিকদের হাতে নগদ টাকা সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
বলিবাজার নব নির্মিত জেলা পরিষদের বাজার সেড প্রাঙ্গণে সহায়তা বিতরণ করেন বান্দরবানের থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদের সাধারণ সম্পাদক ও করুণা শিশু সদনের পরিচালক ভদন্ত উ: গাইন্দামালা মহাথেরো।
এসময় রুমা উপজেলার অগ্রবংশ অনাথালয় পরিচালক ভদন্ত উ: নাইন্দিয়া মহাথেরো, বলিপাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ: আচিংঙা ভিক্ষু, ক্যচু পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত উ: পইঞা ওয়াইসা মহাথেরো, মংনাই পাড়া বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ গুনা বংশ মহাথেরো উপস্থিত ছিলেন।

