বিশেষ প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানের থানচি উপজেলার লিক্রি সীমান্ত সড়কে ডাম্পার ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানচি–লিক্রি সড়কের তিন্দু ইউনিয়নের ৫৬ কিলোমিটার এলাকায় পুনিয়া পাড়া ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্প সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম উসিপ্রু মারমা (৩৬)। নিহতের বাড়ি রাঙামাটি পার্বত্য জেলা কাউখালী উপজেলায়, বেতবুনিয়া, সাপমারা গ্রামের চিংবাইঅং মারমা ছেলে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ১৭ ইসিবি সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দ্রুত থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) কানন সরকার বলেন, সীমান্ত সড়কে বিভিন্ন পয়েন্টে পানি সরবরাহ করার সময় সড়কের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার গাড়ি দুর্ঘটনায় চালক মৃত্যু ঘটনা ঘটে। এই নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে নিহতের পরিবারকে লাশ হস্তান্তর করা হয়।

