পানছড়ি প্রতিনিধি
অবৈধভাবে পাচারের উদ্দেশে মজুত রাখা সেগুন কাঠ আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
শনিবার ভোর আনুমানিক সাড়ে ১২টার দিকে জেসিও নায়েব সুবেদার মো. শহিদ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে পুজগাং বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্বে করল্ল্যাছড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯৬ দশমিক ৬২ ঘনফুট (৭৬ টুকরা) সেগুন কাঠ উদ্ধার করা হয়।
আটককৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৭৭৫ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত কাঠ আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, অবৈধ কাঠ পাচার রোধে সীমান্ত ও পাহাড়ি এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

