মো. ইসমাইল, পানছড়ি
শীতের কনকনে হাওয়ায় যখন পার্বত্য জনপদের জনজীবন স্থবির, ঠিক তখনই মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে পানছড়িতে পাশে দাঁড়াল বিজিবি।
পাহাড়ের দুর্গম জনপদে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বাবুরাপাড়া খেলার মাঠে স্থানীয় গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০০টি কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ শেষে সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম বলেন, বিজিবি কেবল সীমান্ত নিরাপত্তায় নয়, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে সেক্টর কমান্ডারের সভাপতিত্বে লোগাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস ও অপরাধ দমন, এবং উন্নয়নের পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বিজিবির ভূমিকার প্রশংসা করেন এবং এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, পাহাড়ি অঞ্চলে বিজিবির এই মানবিক উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই নয়, বরং প্রশাসন ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করছে। মানবিকতা, নিরাপত্তা ও উন্নয়নের এই সম্মিলিত প্রয়াস পাহাড়ে স্থায়ী শান্তির পথকে আরও প্রশস্ত করবে—এমনটাই প্রত্যাশা সকলের।

