বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ঢাকা মহানগর শাখার ১৯তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ঝিমিট চাকমাকে সভাপতি, বাহাদুর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সূর্য চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর তোপখানা রোডে একটি হল রুমে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
পিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি নরেশ ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝিমিট চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, ঢাকা মহানগর শাখার সদস্য অংসালা মারমা। এছাড়াও কাউন্সিলে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য রূপসী চাকমা। কাউন্সিল অধিবেশনের শুরুতে অধিকার আদায়ের লড়াইয়ে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কাউন্সিল অধিবেশন শেষে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হলে উপস্থিত প্রতিনিধিরা তা করতালির মাধ্যমে পাশ করে নেয়। এতে বিদায়ী কমিটি বিলুপ্তি করে ঝিমিট চাকমাক সভাপতি, বাহাদুর ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও সূর্য চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা।(বিজ্ঞপ্তি)

