মো. ইসমাইল, পানছড়ি ॥
চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি মাসে মাদক, অবৈধ চোরাচালান, গবাদিপশু পাচার ও বিভিন্ন অপরাধ দমনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি’র অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো.রবিউল ইসলাম।
ব্রিফিংয়ে জানানো হয়, চট্টগ্রামের মীরসরাইয়ের আমতলী থেকে রাঙামাটির জুরাছড়ির কচুতলী পর্যন্ত বিস্তৃত প্রায় ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকা চট্টগ্রাম রিজিয়নের নিয়ন্ত্রণে রয়েছে। পুরো রিজিয়নে ১৩টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ, আইন-শৃঙ্খলা বজায় রাখা ও মানবিক সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এক মাসেই ৬ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান ও মাদকদ্রব্য আটক
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চলতি মাসে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহ অভিযানে ৪ জন আসামিসহ মোট ৬,৩১,৮২,৫৭৫ টাকার মালামাল আটক করেছে। যার মধ্যে মাদক, গবাদিপশু ও অন্যান্য চোরাচালানী পণ্য অন্তর্ভুক্ত।
মাদকদ্রব্য আটক
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে। চলতি মাসে রিজিয়ন এলাকা থেকে ৪৭৭ বোতল বিদেশি মদ, ৪২৯ পিস ইয়াবা, ৩৮৮.৩১ কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার, বাংলা মদ তৈরির ৫২০ পিস ট্যাবলেট আটক করেছে বিজিবি।
গবাদিপশু পাচার রোধে বড় সাফল্য
দেশি খামারিকে বাঁচানো ও সরকারি রাজস্ব রক্ষায় বিজিবি ৫০১টি গরু ও ৩৬টি ছাগল আটক করে স্থানীয় শুল্ক কার্যালয়ের মাধ্যমে নিলামে দেয়।
অন্যান্য চোরাচালানী মালামাল
অবৈধ পণ্য পাচার দমনেও বিজিবি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। আটক পণ্যের মধ্যে রয়েছে ১৯,৩১,২৯৩ ঘনফুট মূল্যবান কাঠ, ৩২১০ প্যাকেট বিদেশি সিগারেট, ১১,৫১,২০০ পিস সিগারেট ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫ পিস শাড়ি, ১,৭৮৫ প্যাকেট আতশবাজি, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, নানা ধরনের কসমেটিক্স, ৪,৫০০ ভারতীয় রুপি, ১৭টি বিভিন্ন প্রকার যানবাহন।
নতুন বিওপি স্থাপন-নজরদারিতে নতুন মাত্রা
সীমান্ত নিরাপত্তা জোরদারে সম্প্রতি গুইমারা সেক্টরের সীমান্ত এলাকায় ছোটফরিংগা বিওপি উদ্বোধন করা হয়েছে। এতে সীমান্ত টহল অভিযান বাড়বে এবং দ্রুত নিরাপত্তা হস্তক্ষেপ সম্ভব হবে।
পার্বত্য চট্টগ্রামে ‘অপারেশন উত্তরণ’ শান্তি প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা
বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র এবং সম্প্রীতি বিনষ্টকারী অপতৎপরতা দমনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিজিবি অতীতে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করেছে। ব্রিফিংয়ে জানানো হয়-শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনকালে এখন পর্যন্ত ১১০ জন বিজিবি সদস্য শহীদ হয়েছেন।
আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতায় বিজিবি অত্যন্ত পেশাদারিত্ব ও সংযম প্রদর্শন করেছে। খাগড়াছড়ি সদর, গুইমারা ও রামগড়ে বিজিবি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা রাখে। প্রয়োজনে বেসামরিক প্রশাসনের অনুরোধে বিজিবি যেকোনো সময়ে মোতায়েন থাকছে ও ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আগুন নেভাতে বিজিবির বীরত্বপূর্ণ অংশগ্রহণ
গত ৫ অক্টোবর গুইমারার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০–১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিজিবি, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় মাত্র এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মানবিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা
বিজিবি শুধু নিরাপত্তাই নয়, সীমান্তবর্তী জনসাধারণের জীবনমান উন্নয়নেও কাজ করে যাচ্ছে। চলতি মাসে ১০০৬ জনকে আর্থিক অনুদান, ১৯ জনের ঘর নির্মাণে ঢেউটিন প্রদান, ৪৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, পুলিশ ক্যাম্পে টয়লেট নির্মাণে সহায়তা, ১৮ জনকে সেলাই প্রশিক্ষণ, ৫৯০ জনকে শীতবস্ত্র বিতরণ, ২টি মেডিক্যাল ক্যাম্পে ৭৪৪ জনকে চিকিৎসা ও ওষুধ প্রদান, ২১ জনকে কৃষি উপকরণ, ২৩০২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। এই মানবিক কর্মকান্ড সীমান্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আস্থা তৈরিতে বড় ভূমিকা রাখছে বলে বিজিবি কর্মকর্তারা জানান।
সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা
ব্রিফিংয়ে অধিনায়ক বলেন, আপনারা জাতির আয়না। তথ্যভিত্তিক দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে আমাদের সহযোগিতা করে আসছেন। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।
বিজিবি’র প্রেস ব্রিফিং: পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় ১১০ বিজিবি সদস্য প্রাণ হারিয়েছেন
Previous Articleবেতবুনিয়ায় সিএনজি-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
Next Article সাঙ্গু নদীতে দুই নৌকার সংঘর্ষে চালকের মৃত্যু
এই বিভাগের আরও সংবাদ
সম্পাদকঃ ফজলে এলাহী
নির্বাহী সম্পাদকঃ হেফাজত সবুজ
প্রধান কার্যালয়
পৌর মার্কেট, দ্বিতীয় তলা, পৌরসভা এলাকা, রাঙামাটি-৪৫০০
ফোন : ০১৭১৮৫৪৭৮৭৮, ০১৬১৮৫৪৭৮৭৮।
ইমেইল : pahar24news@gmail.com
পাহাড়ের সংবাদ
আমাদের সম্পর্কে
© 2025 All Rights Reserved pahar24.com. Developed by MicroWeb Technology.

