বরকল সংবাদদাতা ॥
রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন পালন করেছে বরকল ছাত্র ও যুব সংগ্রামী পরিষদ।
এসময় বক্তারা বলেন, ১৯৮৪ সালে স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপিত হলেও দীর্ঘ প্রায় চার দশক পর ২০২২ সালে কার্যক্রম চালু হয়। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতি, চিকিৎসক ও নার্সের অভাব, এবং অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নয়টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ। এলাকাবাসী কার্যকর চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।
বক্তারা আরো বলেন, অত্যন্ত দুর্গম এই এলাকায় সামান্য অসুস্থতাতেও রোগীদেরকে রাঙামাটি জেলায় যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর রিয়া মনি নামে এক গর্ভবতী নারী সন্তান প্রসবের সময় চিকিৎসা না পাওয়ায় মারা যান। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনসাধারণ।
এলাকাবাসীর দাবিতে ৪৮ ঘণ্টার মধ্যে ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চালু করা এবং ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। অন্যথায় আগামী ২০ নভেম্বর সর্বাত্মক হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বরকল ছাত্র ও যুব সংগ্রামী পরিষদ।
সভায় সংগঠনের সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও মো. কবির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. সুলতান আহমেদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল হালিম, ভূষণছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন, বরকল উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ জাফর হোসেন, সুনেন্দ্র চাকমা কারবারি, প্রদীপ চাকমা ও সোজারাম চাকমা।

