রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় রাঙামাটির রাজস্থলী উপজেলার উক্যচিং মারমা (১৪) নামে এক শিক্ষার্থী গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। উক্যচিং মারমা ওই স্কুলের ইংলিশ মিডিয়ামের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে বলে জানান, তার মামি মিলি মারমা।
সে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজপাড়া নামক গ্রামের উসাইমং মারমার ছেলে। তার পিতা রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
উক্যচিং এর পিতা উসাইমং মারমা বলেন, অনেক আশা আকাঙ্খা নিয়ে ছেলেকে রাজধানীতে পড়ালেখা করানোর জন্য পাঠিয়েছি। এই দুর্ঘটনায় আমার ছেলে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছে। আমি সকলের কাছে দোয়া এবং আশির্বাদ কামনা করছি যাতে আগের মতো যেনো তার সন্তান স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।