নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোনালি ব্যাংক পিএলসি শাখায় চুরি ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এঘটনা ঘটে। বুধবার সকাল ৭ টার দিকে ডিউটিরত সিকিউরিটি গার্ড অপূর্ব চাকমা ঝাড়ু দিতে গেলে বিষয়টি জানাজানি হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গায় সোনালি ব্যাংক ম্যানেজার মো. হাবিবুজ্জামান। তিনি জানান, গেইট ও মেইন দরজার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে ড্রয়ার ভেঙ্গে এক হাজার ৪ শত ৪০ টাকা ও তালা খুলে ব্যাংকের ব্যবহৃত একটি লেপটপ নিয়ে যায়। প্রথমে ব্যাংকের ভিতরে ঢুকে সিসি টিভির তার কেটে দেয়া হয়। ব্যাংকের সিসি টিভিতে ব্যাংকের ভিতরে ঢুকতে একজন ব্যক্তিকে দেখা গেলেও তাকে শনাক্ত করা যায় নাই। মেইন ভল্টের তালা ভাঙ্গতে পারে নাই। কোন ক্ষতি সাধন করতে পারে নাই। ঘটনার সময় অপূর্ব চাকমা(৩৪) ও কেনিয়ন চাকমা (৩৫) নামে দুই জন ডিউটিতে ছিলেন বলে জানান তিনি।
এ দিকে ঘটনা জানাজানি হলে ১৮ ফিল্ট রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে: কর্নেল মাসুদ খান, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী, সিআইডি খাগড়াছড়ি পরিদর্শক পান্নালাল বড়ুয়া, মাটিরাঙ্গা অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন ও সংশ্লিষ্ট ব্যাংকের ডিজিএম সাইফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডি চট্টগ্রাম ব্রাঞ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন রয়েছেন বলেও জানা গেছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি কিন্তু চুরির ঘটনায় কারো নামে এখনো কোন মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে জানান তিনি।

