নিজস্ব প্রতিবেদক ॥
বিবিসি বাংলায় দেওয়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার রাঙামাটিতে জনসাধারণের উদ্দেশ্যে সম্প্রচার করেছে জেলা সাইবার দল।
শনিবার সন্ধ্যায় বনরূপা পুলিশ বক্সের সামনে জনসাধারণের উদ্দেশে সাক্ষাৎকার সম্প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠানের উদ্বোধন করেন- সাইবার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল।

জেলা সাইবার দলের সভাপতি বিনয় কান্তি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কাদেরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও এডভোকেট সাইফুল ইসলাম পনির, নানিয়ারচর বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাইবার দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক তারেক হাসান।
এসময় সাইবার দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর জনসাধারণের উদ্দেশ্য তারেক রহমানের সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।

