জিয়াউল জিয়া ।।
রাঙামাটিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা সিভিল কার্যালয় সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, মেডিকেল অফিস ডা. প্রতীক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ গণমাধ্যম কর্মীরা।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলার ৪৯ টির ইউনিয়নে এই কার্যক্রম চলবে। যাতে ১ লাখ ৫৪ হাজার ৭৪৯ জনকে এই টিকার কার্যক্রমের আওতায় নিয়ে আসার পরিকল্পনা হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৮৬ হাজার ১৫০ জন রেজিষ্ট্রেশন করেছে। যা স্কুল পর্যায়ে ৬৯ হাজার ১৩৯ জন। আশা করা যাচ্ছে বাকি দিনগুলোতে আরও বেশি রেজিষ্ট্রেশন হবে।
রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা জানান, যে সব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই অথব কেউ যদি রেজিষ্ট্রেশন না করে কেন্দ্রে যান তাদেরও টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসার হবে। একজন শিশুর যাতে এই টাইফয়েট টিকাদান ক্যাম্পেইন বাহিরে না থাকে সেভাবে আমরা কাজ করার চেষ্টা করবো।

তিনি আরও জানান, প্রতি বছর ৫ লাখ মানুষ এই টাইফয়েড রোগে আক্রান্ত হচ্ছেন এবং ৮ হাজার মানুষ মারা যায়। যার বেশির ভাগ শিশু। তাই সরকার শিশুদের মাঝে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।