রাজস্থলী প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাঙামাটি জেলা পর্যায়ে স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন বেল্লাল। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা এবং চারিত্রিক দৃঢ়তার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, সৃজনশীল উদ্যোগ এবং বিদ্যালয়ের পঠন-পাঠন পরিবেশ উন্নয়নে বিশেষ ভূমিকার ওপর ভিত্তি করে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। মো. হোসেন বেল্লাল গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নিজের এই অর্জনে প্রধান শিক্ষক মোঃ হোসেন বেল্লাল জানান, এই গৌরব শুধু আমার একার নয়, এটি গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাকে এই পর্যায়ে আসার সুযোগ করে দিয়েছেন। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল।
উল্লেখ্য, জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের এই অর্জনের পর তিনি এখন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

