মিশু মল্লিক
রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রাঙামাটির বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি চত্ত্বরে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এসময় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আলী বাবর, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক মো. নিজাম উদ্দিন, সফিকুল ইসলাম চৌধুরী, আবুল মনসুর ওবাইদুল্লাহ, জহির উদ্দিন চৌধুরী ও চেম্বারের সচিব শাব্বির আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি মামুনুর রশীদ বলেন, প্রতি বছর শীতকে ঘিরে আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করি যাতে করে দুস্থ ও অসহায় পরিবার শীত থেকে নিজেকে কিছুটা হলেও রক্ষা করতে পারেন।
তিনি আরো বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে উপকারভোগীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শীতের দিনে কম্বল পাওয়াতে আমাদের অনেক উপকার হলো। এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি মহান সৃষ্টিকর্তা যাতে তাদের আরো সহায়তা করার তৌফিক দান করেন।
অনুষ্ঠানে ৩৫০টি সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মোট ৮০০টি কম্বল বিতরণ করা হয়।

