মিশু মল্লিক ॥
রাঙামাটি জেনারেল হাসপাতালে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের চেঞ্জিং রুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত নার্সের নাম সাথী বড়ুয়া। তাঁর বাড়ি শহরের দেবাশীষ নগরে। তিনি দুই সন্তানের জননী এবং তাঁর স্বামী ব্যবসায়ী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই-তিনদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য অপরাগতা জানিয়ে ছয়দিনের ছুটি নেন।
অসুস্থতার কারণে শুক্রবার ভোরারাতে তিনি হাসপাতালে ভর্তি হন। সাধারণ বেডে অস্বস্তি বোধ করলে তিনি বেড ছেড়ে হাসপাতালের চেঞ্জিং রুমে আসেন। দুপুরের দিকে হাসপাতালের আরেক নার্স সাধনা চাকমা চেঞ্জিং রুমে প্রবেশের চেষ্টা করলে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেকক্ষণ চেষ্টার পরে রুমে প্রবেশ করে সাথী বড়ুয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার সাথে ঝুলন্ত দেহ দেখতে পান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, সাথী বড়ুয়া অসুস্থতাজনিত কারণে ছুটি নিয়েছিলেন, পরে হাসপাতালে ভর্তি হন। আজ(শুক্রবার) দুপুরের দিকে আমরা এই ঘটনার কথা জানতে পারি। আমরা ধারণা করছি, তিনি মানসিক চাপে বিপর্যস্ত ছিলেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।

