নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে কোনও নির্বাচনী পরিবেশ নাই এবং রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের ভূমিকা রহস্যজনক মন্তব্য করে বিশ্বাসযোগ্য সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘণ্টার মধ্যে রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্র্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা। বুধবার দুপুরে কোর্ট বিল্ডিং এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জুঁই চাকমা আরো বলেন, রাঙামাটির মানুষ অত্যন্ত ন¤্র এবং ভদ্র যাঁর কারণে নাজমা আশরাফীর মতো অতি দাম্ভিক ও অসৌজন্য আচরণ করা লোক ডিসি হিসাবে দায়িত্ব পালন করেছে। এতে নির্বাচন নিরপেক্ষ নিয়ে সন্দেহ থেকে যায়। আমার আশঙ্কা, ২০১৮ ও ২০২৪ সালের মতো সাজানো ছকের এবং লোক দেখানো আরেকটি নির্বাচন আমরা পেতে যাচ্ছি।
তিনি আরও বলেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী এর আচরণ এবং ভূমিকা রহস্যজনক, জেলার একজন নাগরিকের সাথে কি ধরনের আচরণ বা ব্যবহার করতে হয় মনে তার জানা নাই, নির্বাচনে নিরপেক্ষতা দেখানোর অর্থ এ-নয় যে, নাগরিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র গত ৪ ডিসেম্বর রবিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস গ্রেফতার ঘটনায় প্রতিবাদ জানান এবং সম্মানজনকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়–য়া মিলন, নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক অমর চাকমা, রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মো. আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়–য়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্যামল চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির বিপ্লবী যুব সংহতি সভাপতি পলাশ চাকমা প্রমুখ।

