ইয়াছিন রানা সোহেল
রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী হরিণায় বিজিবি’র বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার হরিণা জোনের উদ্যোগে অ্যারাবুনিয়া এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আসিফুর রহমান বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও দায়িত্ব মনে করে। ছোট হরিণার মত এমন দুর্গম পার্বত্য এলাকায় ছোটহরিণা বিজিবি জোন নিয়মিতভাবে এলাকার সুবিধাবঞ্চিত লোকদের বিনামূল্যের চিকিৎসা সেবাসহ সাহায্যর্থে হাত বাড়িয়ে দিচ্ছে।
হরিণা জোনের আওতাধীন ভূষণছড়া ইউনিয়নের অ্যারাবুনিয়া এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত দুই শতাধিক পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

