নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা ॥
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় আমতলী ইউনিয়নের হারুন হেডম্যান পাড়া খানকায়ে মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রারাসা মাঠের ধারের আগাছা ও বিভিন্ন ঝোপ ঝাঁড় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন দিকনির্দেশনায় আয়োজিত এই জনকল্যাণ মূলক কর্মসূচিতে ভিডিপি সদস্যদের নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। মোহেব্বীয়া দ্বীনিয়া মাদ্রাসা সামনে থেকে মাদ্রাসা সীমানা পর্যন্ত ও রাস্তার দুই পাশে জন্ম নেয়া কাটা গাছ ও বিভিন্ন ঝোপ ঝাঁড় কেটে ছেটে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে ১০০/১২০জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যবৃন্দ সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন।
মাদ্রারাসা আঙ্গিনা, মাঠ ও রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আনসার ও ভিডিপি সদস্যদের এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এলাকাবাসী, মাদ্রারাসা ও মসজিদের মুসল্লীগণ তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মাটিরাঙ্গা উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে। তিনি ও তার দলের সদস্যরা পরিবেশ সংরক্ষণের জন্য স্বেচ্ছাশ্রম দিতে সর্বদা প্রস্তুত রয়েছেন। তাদের এই উদ্যোগ এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা থেকে সকলে যদি এভাবে নিজেদের চার-পাশে প্রতিমাসে অন্তত পক্ষে একদিন পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা করি তাহলে নিজের পরিবেশ সুন্দর থাকবে এবং নানা রোগ-বালাইয়ের আক্রমণ কমানো সম্ভব হবে এবং সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সবাই মিলে কাজ করলে আমাদের এই উপজেলা একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

