শুভ্র মিশু ॥
যানজট নিরসনে রাঙামাটি শহরের বনরূপায় ট্রাফিক পুলিশের সাথে যুক্ত হলো রাঙামাটি পৌরসভার কর্মী। বুধবার দুপুর থেকে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ বনরূপা পুলিশ বক্স এলাকায় যানজট নিরসনে পৌরসভার উদ্যোগে ট্রামিক কর্মী নিয়োগ দেয়া হয়।
পৌরসভার এই কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার।
এতে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. মহসিন চৌধুরী। বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বিভাষ সাহা, রাঙামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রবীর দাশ, কনজারভেন্সি ইন্সপেক্টর দোলন বড়ুয়া, সুপারভাইজার রাজু প্রসাদ দে।
পথচারীরা বলেন, রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ বনরূপা বাজার সংলগ্ন মোড়ে যানজট প্রায় সময় লেগেই থাকে। বনরূপায় যানজট নিরসনে রাঙামাটি ট্রাফিক পুলিশের পাশাপাশি এবার যুক্ত হলো ছয় পৌরসভার কর্মী। যারা সকাল আট থেকে পালাক্রমে দুইজন করে সন্ধ্যা সাতটা পর্যন্ত যানযট নিরসনে কাজ করবে বনরূপা এলাকায়।
রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, আমরা আপতত পরীক্ষামূলকভাবে বনরূপা মোড়ে যানযট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে সহযোগিতা করার জন্য পৌরসভার পক্ষ থেকে দুইজন কর্মী নিয়োগ করেছি। এখানে সফলতা আসলে পর্যায়ক্রমে শহরের অন্য গুরুত্বপূর্ণ এলাকায়ও যানজট নিরসনে কর্মী নিয়োগ করা হবে।

